• NEWS PORTAL

  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

মালদ্বীপে ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩২, ১৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
মালদ্বীপে ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের আর.সি.সি. কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. শরিফ উদ্দিন (২৬)।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুম মো. শরিফ উদ্দিন থানা ও জিলা কিশোরগঞ্জের মধ্যেম পাটধা গ্রামের মো. রমিজ উদ্দিনের দ্বিতীয় সন্তান। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মালদ্বীপের স্থানীয় সময় বিকাল ৪টায় ছয় তলায় কাজ করতে গেলে ছাদ মনে করে ফলস সিলিংয়ে পা রাখা মাত্রই তা ভেঙে নিচে পড়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর আহত মো. শরিফ উদ্দিনকে দ্রুত আইসিইউ বিভাগে পাঠান। পরে
শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তার অকাল মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও দেশের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে নিহতের মরদেহ মালদ্বীপের আইজিএমএইচ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মরহুমের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদের সভাপতি মো. শহিদুল ইসলাম। 

বিভি/টিটি

মন্তব্য করুন: