• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

২৫ বছর পর পরিবারের দেখা পেলেন সৌদিফেরত সেই আবুল কাশেম

প্রকাশিত: ১৪:৫২, ১৮ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৫:৪৮, ১৮ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
২৫ বছর পর পরিবারের দেখা পেলেন সৌদিফেরত সেই আবুল কাশেম

সৌদি আরব থেকে ফিরে গত ৫ দিন ধরে খোঁজাখুঁজির পর পরিবারের সন্ধান পেলো রেমিট্যান্স যোদ্ধা আবুল কাশেম। পরিবারের কারো সন্ধান না পেয়ে এতোদিন ছিলেন ঢাকার ব্র্যাকের সেইফ হোমে। 

বুধবার (১৮ জানুয়ারি) ব্র্যাক মাইগ্রেশন ইনফরমেশন সেন্টার থেকে আবুল কাশেমের পরিবারের সন্ধান পাওয়ার খবরটি নিশ্চিত করা হয়। 

ব্র্যাক মাইগ্রেশন ইনফরমেশন সেন্টার জানায়, মানসিক ভারসাম্যহীন আবুল কাশেম পাসপোর্টসহ কোনো পরিচিতি ছাড়াই বিমানবন্দরে আসেন। তার ভাষা শুনে বুঝা যায় তিনি চট্টগ্রামের মানুষ। তাই বিভিন্ন গণমাধ্যমকে জানানোর পাশাপাশি চট্টগ্রামে পোস্টারিং করা হয়। সেটি দেখেই তার পরিবারের সদস্যরা এসে শনাক্ত করেন।

ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী এই বৃদ্ধ রেমিট্যান্স যোদ্ধা গতকাল ১৪ জানুয়ারি সকালে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরেছেন। এরপর বিমানবন্দর আর্মড পুলিশ উক্ত কর্মীর পরিবারের সন্ধান ও তাকে নিরাপদে হস্তান্তর করার জন্য ব্র্যাক মাইগ্রেশান ওয়েলফেয়ার সেন্টার হস্তান্তর করেন। 

বিভি/টিটি

মন্তব্য করুন: