• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মিশিগানে বাংলা প্রেসক্লাবের কমিউনিটি সংলাপ সম্পন্ন

সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান)

প্রকাশিত: ১২:৫২, ১ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১২:৫৪, ১ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মিশিগানে বাংলা প্রেসক্লাবের কমিউনিটি সংলাপ সম্পন্ন

প্রবাস জীবনে এক বড় চ্যালেঞ্জের নাম সাংবাদিকতা। আর সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে অর্থপ্রাপ্তির দিকে না তাকিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছেন বাংলা প্রেসক্লাব মিশিগানের সংবাদকর্মীরা। কমিউনিটির কল্যাণে ও নতুন প্রজন্মকে বাঙালি কমিউনিটিতে সম্পৃক্ত করতে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের অনেক ভূমিকা রয়েছে। আমাদের নতুন প্রজন্মকে যুক্তরাষ্ট্রের মূল ধারায় সম্পৃক্ত করতে সাংবাদিকরা বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করতে পারেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলা প্রেসক্লাব মিশিগানের আয়োজনে কমিউনিটি সংলাপে বক্তারা এসব কথা বলেন। শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রামেক শহরের কাবাব হাউজ হলরুমে কমিউনিটির প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সংলাপের আয়োজন করে সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠন। 

বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ শাহেদুল হক'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালের সঞ্চালনায় আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- হ্যামট্রামেক সিটির মেয়র প্রোটেম কামরুল হাসান, ডেমোক্র্যাট পার্টি মিশিগান'র ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান শাহিন, ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজ'র ট্রাস্টি কামাল রহমান,হ্যামট্রামেক সিটির সাবেক কাউন্সিলর আবু আহম্মদ মুসা, সিটি অব ওয়ারেন'র বোর্ড অব রিভিউ এর ভাইস চেয়ারম্যান ফয়সাল আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাবেক সভাপতি আহবাব আহমদ শামীম, বিএডিসি সাবেক প্রেসিডেন্ট জুবেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সেক্রেটারি  মোহাম্মদ লুৎফুর রহমান, অ্যাসাল'র ভাইস প্রেসিডেন্ট মিনহাজ রাসেল চৌধুরী, সমাজকর্মী আজিজ চৌধুরী, ঢাকা বিভাগ কল্যাণ সংঘের সেক্রেটারি মাহবুব রাব্বি খান, সাবেক ছাত্রনেতা মো. শাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সনজিত আলম, জুরি উপজেলা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জালাল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব মিশিগানের  সাবেক প্রেসিডেন্ট মুজিব আহমেদ মনির, চবি এ্যলামনাই এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কাজী এবাদ, অ্যাসাল'র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলী রেজা, উদ্যোক্তা তাহেরা লস্কর, ফেরদৌসি জাগিরদার, ফারজানা ডালিয়া, দক্ষিণ সুরমা উপজেলা সিলেটের প্রেসিডেন্ট  ফিরোজ আলী।

সংলাপে কমিউনিটি সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে প্রেসক্লাব নেতাদের মধ্যে বক্তব্য রাখেন এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য, আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, জনকণ্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন, টিবিএন-২৪ ও ঢাকা পোস্টের মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, মানবকন্ঠের সাহেল আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, এম আই প্রতিদিন দেওয়ান কাওসার, গ্লোবাল টিভির সৈয়দ আসাদুজ্জামান সুহান, দৈনিক জালালাবাদ সুলায়মান আল মাহমুদ, টিবিএন-২৪-এর মাহফুজুর রহমান, সুপ্রভাত মিশিগানের স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকার, সময়ের আলোর  তাসনিয়া আলভী, মুজিবুর রহমান শাহীন।

মিশিগানে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংলাপে অংশ নেন। বাংলা প্রেসক্লাব মিশিগানের সাংবাদিকরা এই কমিউনিটিতে অনেক কিছুর আমূল পরিবর্তন এনেছেন বলে সাধুবাদ জানান আগত অতিথিরা।

বিভি/রিসি

মন্তব্য করুন: