• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নেপোলিয়ন দার্শনিক চিন্তাগুলো ছিলো তরবারির মতোই ধারালো

শায়ের খান

প্রকাশিত: ১৪:৩৬, ১১ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
নেপোলিয়ন দার্শনিক চিন্তাগুলো ছিলো তরবারির মতোই ধারালো

সংগৃহীত ছবি

দিগ্বিজয়ী বীর নেপোলিয়ন বোনাপার্ট দেখতে ছিলেন ছোটখাটো । যোদ্ধা হলেও তাঁর দার্শনিক চিন্তাগুলো ছিলো তরবারির মতোই ধারালো । একদিন তিনি তাঁর বিশাল লাইব্রেরীতে পড়াশোনা করছেন । শেলফ থেকে একটা বই নেয়া দরকার কিন্তু উঁচুতে বইটা থাকায় নিতে কষ্ট হচ্ছিলো । পাশে দাঁড়ানো এক জেনারেল বললো -,' স্যার , আমি আপনার চেয়ে বড় , বইটা আমি পেড়ে দিচ্ছি । ' নেপোলিয়ন ঠান্ডা চোখে জেনারেলের দিকে তাকিয়ে বললেন ,'  জেনারেল , আপনি আমার চেয়ে বড় না , আপনি আমার চেয়ে লম্বা । '

নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল (First Consul) ছিলেন। তিনি (নেপলীয়) ১৮ মে ১৮০৪ থেকে ৬ এপ্রিল ১৮১৪ পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন এবং পুনরায় ১৮১৫ সালের ২০ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত স্বল্প সময়ের জন্য ফ্রান্সের সম্রাট ছিলেন। তিনি ইতালির রাজাও ছিলেন। এছাড়া তিনি সুইস কনফেডারেশনের মধ্যস্থাকারী এবং কনফেডারেশন অফ রাইনের রক্ষকও ছিলেন।

তার নেতৃত্বে ফরাসি সেনাবাহিনী এক দশকের বেশি সময় ধরে সকল ইউরোপীয় শক্তির সাথে যুদ্ধে অবতীর্ণ হয় এবং তিনি ইউরোপের অধিকাংশ অঞ্চল তার আয়ত্তে নিয়ে আসেন। 

দিগ্বিজয়ী বীর নেপোলিয়ন বোনাপার্ট দেখতে ছিলেন ছোটখাটো

মন্তব্য করুন: