• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আজ স্ত্রীকে খুশি করার দিন

প্রকাশিত: ১৮:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৯:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
আজ স্ত্রীকে খুশি করার দিন

বলা হয়ে থাকে সংসার সুখী হয় রমণীর গুণে। সত্যিই তাই। পুরুষ ঘরের বাইরে অনেক কিছু করলেও সংসারটাকে আগলে রাখেন নারীই।  একজন নারী তার স্বামী, সংসার ও সন্তানদের জন্য আজীবন নানা ত্যাগ ও তিতীক্ষা সহ্য করেন। তাই সংসারের সুখের জন্য রমনীকে খুশি রাখাও অন্যতম দায়িত্ব ঘরের কর্তার। যদিও অনেক সময় ইচ্ছে থাকলেও হয়ে উঠে সেই কাজ। তাই-ই হয়তো এসেছে স্ত্রী প্রশংসায় একটি দিবসের ভাবনা।

হ্যা সেই দিবসই আজ। বিশ্ব স্ত্রীর প্রশংসা দিবস। প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার বিশ্বে স্ত্রী প্রশংসা দিবস পালন করা হয়। আনুষ্ঠানিকতা না থাকলেও আমেরিকাসহ বিশ্বের অনেক দেশেই ঘরে ঘরে পালন করা হয় এই দিবস।

আরও পড়ুন: বিয়ে-পরিবার সংক্রান্ত রাসুল (সা.) যে হাদীসগুলো জানা জরুরি

যেভাবে এলো এই দিবসের ভাবনা

২০০৬ সালে প্রথম উঠে আসে দিবসটির ভাবনা। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চেজের বার্ষিক ইভেন্ট ক্যালেন্ডারে তালিকাভুক্ত করা হয় এই দিবস। তখন থেকেই দিবসটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এই দিনে করণীয়

যাদের স্ত্রী আছে, তারা ভাগ্যবানই বটে। অন্তত খারাপ সময়ে কাছে পাওয়ার মতো সঙ্গী তো আছে তাদের। স্ত্রীরা আমাদের একটা লক্ষ্যে স্থির রাখতে সাহায্য করে। তারা আমাদের কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা। শুধু তাই নয়, আপনি সারাদিন শ্রম দিয়ে রাতে যখন বাসায় ফেরেন, তখন আপনার জন্য এক পশলা স্বস্তির নিঃশ্বাস বয়ে আনে ওই স্ত্রী।

আরও পড়ুন: যে দোয়ার আমলে দ্রুত বিয়ে হয়

সারা বছর যেমনই কাটুক, এ দিনটায় আপনার স্ত্রীকে অন্যদিকের চেয়ে একটু বেশি সময় দিন। স্ত্রীর জন্য একগুচ্ছ গোলাপ বা তার ভালোলাগার ফুল নিয়ে তার সামনে হাজির হতে পারেন। সম্ভব হলে তার পছন্দের খাবার রান্না করে পরিবেশন করুন। তাকে নিয়ে ঘুরতে অথবা শপিং করতে বের হন। এ ছাড়াও স্ত্রীর সঙ্গে কিছুটা সময় কাটাতে তাকে নিতে পারেন লং ড্রাইভে, পছন্দের কোনো জায়গায়।

আপনার দাম্পত্য জীবন যতদিনেরই হোক না কেন, স্ত্রী সবসময়ই গুণগান শুনতে ভালোবাসে। তাতে যেমন সংসার চালাতে বাড়তি স্পৃহা জন্মে তার মধ্যে, তেমনি আপনার প্রতি বাড়তে থাকবে ভালোবাসা। অনেকে মনে করেন, বিয়ে হয়েছে অনেক বছর এখন আর ভালোবাসার কথা প্রকাশ করে কোনো লাভ আছে? আছে, লাভ আছে। প্রকাশ করে দেখুন না। এত কষ্ট করে সংসার চালানো মানুষটাকে প্রশংসায় ভাসিয়ে দেখেন না। তাহলে দেখবেন দাম্পত্য জীবন আরও সুখের হয়ে উঠবে।

আরও পড়ুন: সু-সন্তান লাভের জন্য দম্পতিরা যে দোয়া পড়বেন


স্ত্রীকে খুশি করার রোমান্টিক মেসেজ

আপনার স্ত্রী যদি কাছে না থাকে তাহলে এই দিনে তাকে খুশি করতে রোমান্টিক মেসেজ পাঠাতে পারেন। এ ক্ষেত্রে যেসব মেসেজ পাঠাতে পারেন-

দুর নিলিমায় রয়েছি তোমার পাশে।
খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে।
শুনাব না কোন গল্প,গাইব শুধু গান।
যে গানে খুজে পাবে ভালবাসার টান।

এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে..
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!

যার রাগ বেশি সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার
ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি
তার কষ্টও অনেক বেশি।

যখন কেউ কারো জন্য কাদে,
সেটা হল আবেগ..
যখন কেউ কাউকে কাদায়,
সেটা হল প্রতারনা…
আর যখন কেউ কাউকে কাদিয়ে,
নিজেও কেদে ফেলে..
সেটা হল প্রকৃত ভালোবাসা!

হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক
দূরে যেখানে রয়েছে তোমার
ভালোবাসার সূখের নীড়। আর সেই
নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম।
আমি কল্পনার সাগরে ভেসে চলে
যাবো,যাবো তোমার হৃদয় সৈকতে,
তুমি দিবেনা ধরা?

কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,,
বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে..
আর কেউ যদি না দেখে কাঁদে,,
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!

যারা ভালবাসা নিয়ে খেলা করে,,
তারাই ভালবাসা পায়..
আর যারা মন থেকে ভালবাসে,,
তারা ভালবাসা পায়না ঠিক কিনা..?

আরও পড়ুন: আজ বিশ্ব বাঁশ দিবস, যেভাবে এলো দিবসটি

বিভি/কেএস

মন্তব্য করুন: