• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

‘মিডিয়ার সামনে কিছু না কিছু বলতেই হবে কেন?’

প্রকাশিত: ১০:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
‘মিডিয়ার সামনে কিছু না কিছু বলতেই হবে কেন?’

লেখক, প্রকাশক সাঈদ বারী

প্রিয়/ শ্রদ্ধেয় জাফরউল্লাহ চৌধুরী ভাই,

প্রায় প্রতিদিনই মিডিয়ায় বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার সামনে কিছু না কিছু বলতেই হবে কেন? এ নেশা মারাত্মক নেশা। মিডিয়া তো আপনাকে উস্কাবেই। আপনি কেন তাদের পাতা ফাঁদে পা দেবেন? তাদের তো সরগরম নিউজ আইটেম দরকার। 

প্রতিনিয়ত কথা বললে কিছু অপ্রয়োজনীয় আর খুচরা কথাও বের হয়ে আসে। অযথা বিতর্ক তৈরি হয়। আপনিও বিতর্কিত হন।

সৃষ্টিকর্তা আমাদের শোনার জন্যে দুই কান আর বলার জন্যে একটি মুখ দিয়েছেন।

তাই বলি, এবার থামুন। 
থামলে, ভালো লাগে!

লেখক, প্রকাশক সাঈদ বারী’র ফেসবুক থেকে নেওয়া।

বিভি/এসডি

মন্তব্য করুন: