• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ক্যাপ্টেন ইমরান খানের ব্যাটিংয়ে হতভম্ব বিরোধী শক্তি

আনিস আলমগীর 

প্রকাশিত: ২১:১৪, ৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ক্যাপ্টেন ইমরান খানের ব্যাটিংয়ে হতভম্ব বিরোধী শক্তি

ক্যাপ্টেন ইমরান খানের ব্যাটিংয়ে হতভম্ব বিরোধী শক্তি। 'রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য' সংবিধানের আর্টিকেল ফাইভের এই ধারা বলে আজ ডেপুটি স্পিকার সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন। আর জাতির উদ্দেশ্যে বক্তৃতায় ইমরান খান রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন নতুন নির্বাচন দিয়ে রাষ্ট্রক্ষমতায় কে থাকবে জনগণকে তা নির্ধারণ করার সুযোগ দিতে। 

এটা খুবই স্পষ্ট ছিল যে, দেশি-বিদেশি চক্রান্তে মাধ্যমে, সাংবিধানিক ধারা অনুসরণ করেই ইমরানকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তে ছিল পাকিস্তানের বিরোধী শক্তিগুলো এবং তার দলের 'অতিথি পাখি' কয়েকজন এমপি। তাদের সঙ্গে আছে সেনাবাহিনী। সে কারণে তারা এত সহজে নতুন নির্বাচনের দিকে যাবে মনে হয় না। তাদের শেষ ভরসা সুপ্রিম কোর্ট। কোর্ট এখন স্বাধীন মতামত দেবে নাকি, সেনাবাহিনীর অঙ্গুলিহেলনে সিদ্ধান্ত দেবে সেটাই দেখার বিষয়।

এই খেলায় আমি ইমরান খানের পক্ষে। প্রত্যেক দেশেরই স্বাধীন পররাষ্ট্রনীতি থাকার অধিকার আছে। ক্ষমতা বদল হোক কোনো অপশক্তির মাধ্যমে নয়, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নয়, জনগণের রায়ে।

বিভি/এজেড

মন্তব্য করুন: