• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

শিল্পকলার খেজুরগাছে রস সংগ্রহে শৈল্পিক হাঁড়ি

প্রকাশিত: ২২:১৭, ৬ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
শিল্পকলার খেজুরগাছে রস সংগ্রহে শৈল্পিক হাঁড়ি

চলছে জমকালো শীত ঋতু। সেই সঙ্গে জমে উঠেছে শীতের অন্যতম আয়োজন খেজুর রস খাওয়া। খেজুরগাছে রস সংগ্রহের হাঁড়ি ঝুলছে- এটা দেশের গ্রামে-গঞ্জে পরিচিত দৃশ্য। কিন্তু রাজধানীতে এ দৃশ্য একেবারে দেখা যায় না বললেই চলে। কিন্তু হুট করেই দেখা মিললো এরকম দৃশ্যের। শুধু যেমন তেমন নয়, একেবারে শৈল্পিক হাঁড়ি।

রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের কয়েকটি খেজুরগাছে চলছে রস সংগ্রহ। আর সেই রস সংগ্রহের জন্য পেতে রাখা হয়েছে শৈল্পিক ও বাহারি নকশার হাঁড়ি। 

সামাজিক মাধ্যমে বেশ আলোচনাও শুরু হয়েছে এই শৈল্পিক হাঁড়ি নিয়ে। এটা সামনে এসেছে এনটিভির সংবাদকর্মী মিজান রহমানের একটি স্ট্যাটাসে। সেখানে খেজুরগাছে রস সংগ্রহের জন্য পেতে রাখা শৈল্পিক হাঁড়ির কয়েকটি ছবি পোস্ট করেছেন মিজান। 

ছবিগুলোর একটি ক্যাপশনও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘রাজধানীতে রসালয় পেলাম শিল্পকলায়। তবে, রাতের সাথে রসের সম্পর্কে নিবিড়। রাত বাড়ে রসও বাড়ে। এটাই প্রকৃতির নিয়ম।’

 

বিভি/এজেড

মন্তব্য করুন: