• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

এখনও অন্ধকারে পড়ে আছেন তসলিমা নাসরিন

প্রকাশিত: ০০:৩৫, ২৩ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
এখনও অন্ধকারে পড়ে আছেন তসলিমা নাসরিন

অসুস্থ জীবন নিয়ে বেশ ভোগান্তিতে আছেন তসলিমা নাসরিন। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের পঙ্গুত্বের কথা জানিয়েছিলেন ভারতে নির্বাসিত এই লেখিকা। ডাক্তারদের ভুলে হারাতে হয়েছে তার সুস্থতা। নানান সমালোচনাও হচ্ছে ভুল চিকিৎসা নিয়ে। এরই মধ্যে নিজের দুঃসময়ের কথা লিখে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

রবিবার (২২ জানুয়ারি) বিকালের দিকে নিজের অফিসিয়াল ফেসবুকে তসলিমা লিখেছেন মর্মস্পর্শী একটি স্ট্যাটাস। তিনি লিখেছেন, ‘মৃত্যুই জীবনের সমাপ্তি। কিন্তু  মৃত্যু  আমার  জীবনে কোনও সমাপ্তি আনেনি শনিবার দুপুরবেলায়। শনিবার দুপুরবেলায় আচমকা কিছু লোক অন্ধকার থেকে উঠে এসে আমার চোখ বাঁধলো প্রথম, তারপর হাত, তারপর দুটো পা। তারপর আরও গভীর অন্ধকারে নিয়ে গিয়ে আমার খুলি খুলে মস্তিষ্ক বের করে নিল, বুক খুলে হৃদপিণ্ড।’

No description available.

তবে নিজের বেঁচে থাকার কথাও লিখেছেন তসলিমা। তিনি ওই স্ট্যাটাসে শেষ দিকে লিখেছেন, ‘আমি এখনও অন্ধকারে পড়ে আছি, তবে আমি শ্বাস নিচ্ছি এখন, কারণ ফুসফুস দুটো এখনও বেঁচে আছে। এখনও হাত দুটো শূন্যে মেলে দিতে পারছি, এখনও চিৎকার করতে  পারছি, বলতে পারছি -- কার কী ক্ষতি করেছিলাম?’

বিভি/ এজেড

মন্তব্য করুন: