• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আবারও করোনায় মৃত্যু: চলতি মাসেই ১১ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৮:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
আবারও করোনায় মৃত্যু: চলতি মাসেই ১১ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ২৩২ জনে। আর ফেব্রুয়ারির ২৫ দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮৯ জনে। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৫৩৯ টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৪৫ জনই ঢাকার রোগী। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ২৮৭ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

বিভি/এজেড

মন্তব্য করুন: