‘নেই আর নেই- এর মাঝে দাঁড়িয়ে দেশের সব হাসাপাতাল’
"নেই আর নেই, এর মাঝে দাঁড়িয়ে আছে দেশের মেডিকেল কলেজ থেকে জেলা,উপজেলা হাসাপাতালগুলো।এখানে চিকিৎসক নার্স, টেকনোলজিস্ট সবকিছুরই অভাব।এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়,আবার সবাই মিলে চেষ্টা করলে সম্ভব হবে।”
সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এসব মন্তব্য করেন।
এ সময় উপদেষ্টা নূরজাহান বেগম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,ভুল চিকিৎসায় রোগী মারা গেছে নিউজ দেন, আপনারা কিভাবে নিশ্চিত হলেন? ফলে মানুষ উত্তেজিত হয়ে ভুল বুঝতে পারে। ভুল বুঝাবুঝি তৈরী করা কারো পক্ষে কাম্য নয়।দায়িত্বশীল সংবাদ পরেবেশনের আহবান জানান তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আরো বলেন,চিকিৎসা সেবা একটি সম্মিল্লিত কাজ টিম ওয়ার্ক।মেডিকেল কলেজ থেকে উপজেলা হাসপাতালগুলোতে বেশকিছু সমস্যা রয়েছে। এটা আছেতো ওটা নেই, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সবকিছুরই অভাব।সমন্বিত কাজে একার দ্বারা কোন কিছু করা সম্ভব নয়।সরকার এসব সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: