ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৯৪ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩৫১ জন।
রবিবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ১ হাজার ১৯৩ জন। বাকি ১ হাজার ৬৭৫ জন ভর্তি আছেন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
বিভি/টিটি
মন্তব্য করুন: