নতুন ভাইরাস: চীন-জাপান-মালয়েশিয়ার পর ছড়াচ্ছে ভারতে, আতঙ্কে বাংলাদেশ
ছবি: এইএমপিভি
হিউম্যান মেটানিউমোভাইরাস- এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয়। ২০০১ সালে আবিষ্কৃত ইনফ্লুয়েঞ্জা ঘরানার এই ভাইরাস বহু আগেই শনাক্ত হয়েছিলো বাংলাদেশে। চীন আর জাপানে রহস্যময় এক ভাইরাস নিয়ে লুকোছাপা চলছে। এমন গুঞ্জনের মধ্যে এবছরের শুরুতে গণমাধ্যমে উঠে আসে চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভির সংক্রমণ।
এর রেশ থাকতেই খবর আসে বাংলাদেশের প্রতিবেশী ভারতেও থাবা বসিয়েছে এইচএমপিভি। ৬ জানুয়ারি কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে আটমাস ও তিনমাস বয়সী দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। ২৪ ঘন্টা না যেতেই জানা যায় গুজরাটের আহমেদাবাদ আর পশ্চিমবঙ্গের কলকাতায় আরও দুই শিশু এইচএমপিভি আক্রান্ত।
জনমনে আতঙ্ক দূর করতে এইএমপিভি শনাক্তের খবরের পরপরই জরুরি বৈঠক করে জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে ভারতের দক্ষিণের রাজ্য কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী দিনেশ গুণ্ডু রাও।
সোমবার (৬ জানুয়ারি) কর্নাটক, তামিলনাড়ু এবং গুজরাটে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-তে আক্রান্ত পাঁচ শিশুর খোঁজ পাওয়া গেছে। এই ঘটনায় দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উদ্বেগের কোনও কারণ নেই।
পার্শ্ববর্তী দেশ ভারতে দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার খবরে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশেও। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস বহু আগে থেকেই বাংলাদেশসহ বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে।
বিভি/এমআর
মন্তব্য করুন: