• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

করোনায় আবারও মৃত্যু বাড়লো 

প্রকাশিত: ১৭:৩১, ২ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:৫৮, ২ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
করোনায় আবারও মৃত্যু বাড়লো 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৫৫ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮৯ জন। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন।


শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী,  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন। এছাড়া এ দিন ১৭ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ।

২০২০-এর ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

এর আগে ২০১৯-এর ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে যায় প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ এই সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

বিভি/রিসি 

মন্তব্য করুন: