• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পাঁচ মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু

প্রকাশিত: ১৬:৫৯, ৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:০২, ৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পাঁচ মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু

ফাইল ছবি

করোনা মহামারিতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭৩ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬১৭ জনের দেহে। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনে।

এর আগে গত ২৬ মে দেশে করোনায় ১৭ জনের মৃত্যু হয়। সেই হিসাবে গত পাঁচমাসের মধ্যে আজ সবচেয়ে কম মৃত্যু দেখলো দেশ।

রবিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন। 

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ। 

এর আগে শনিবার (২ অক্টোবর) করোনায় ২৪ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় আরও ৫৮৯ জনের দেহে।

বিভি/এসডি

মন্তব্য করুন: