• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

করোনাঃ ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে

প্রকাশিত: ১৬:৪২, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:৪৪, ১৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
করোনাঃ ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। এছাড়া নতুন করে ৫১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় ২৭ হাজার ৭৩০ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জন। বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৫০৫ জন সুস্থ হয়েছেন এবং এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৯৮৬টি। অ্যান্টিজেন টেস্টসহ ২২ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত এক কোটি ২০ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

মৃতদের মধ্যে পুরুষ ৮ জন এবং নারী ৯ জন রয়েছে। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মারা গেছেন ১৩ জন, চট্টগ্রামে ১ জন, খুলনায় ২ জন, বরিশালে ১ জন মারা গেছেন। 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: