• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮৩

প্রকাশিত: ২০:০৮, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২০ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া, চলতি বছরে ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারি পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৬২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১ জন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে দুই হাজার ৭১৫ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া, এই বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৮২ জনের মধ্যে চলতি মাসে ১৩ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২  জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯০৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬৬ জন।

বিভি/এএন

মন্তব্য করুন: