• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

করোনায় মৃত্যু ছয় জনের, শনাক্তের হার ১.৮৮ শতাংশ

প্রকাশিত: ১৭:৫৮, ১৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
করোনায় মৃত্যু ছয় জনের, শনাক্তের হার ১.৮৮ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৫২ জনে।

এই সময়ে নতুন করে আরও ২৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জনে।

শনিবার (১৬ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮০ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৪২ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

এর আগে শুক্রবার (১৫ অক্টোবর) সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যায় ৯ জন। করোনা শনাক্ত হয় ৩৯৬ জনের দেহে।

বিভি/এমএস

মন্তব্য করুন: