• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আরও ১৮৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু

প্রকাশিত: ১৮:৪০, ১৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
আরও ১৮৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ১৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ২১ হাজার ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। এই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৮৩ জন।

শনিবার (১৬) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৪১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪২ জন।

এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৮৩ জনের মধ্যে চলতি মাসে ১৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৮১ জন।

বিভি/এমএস

মন্তব্য করুন: