• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

করোনাঃ ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭৮

প্রকাশিত: ১৭:১১, ২৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:১৩, ২৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
করোনাঃ ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭৮

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নয়জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮১৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৮ জনের। এই নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জনে। 

শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার দুই জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪২টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার এক দশমিক ৮৫ শতাংশ।
 
এ পর্যন্ত মোট এক কোটি দুই লাখ তিন হাজার ৬৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

বিভি/এএন

মন্তব্য করুন: