• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

করোনায় নয় জনের মৃত্যু, নারী-মৃত্যুর সংখ্যাবৃদ্ধি

প্রকাশিত: ১৮:০৪, ২৪ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:১৮, ২৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
করোনায় নয় জনের মৃত্যু, নারী-মৃত্যুর সংখ্যাবৃদ্ধি

করোনা মহামরিতে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৩ জনে। দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৭৫ জনের দেহে। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে।

রবিবার (২৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, নতুন মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় দ্বিগুণ। এই ২৪ ঘণ্টায় ৬ জন নারী করোনায় মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ৩ জন। দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৬ জন নারী মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮১৭ জন।

আরও পড়ুন:
দুই মাস পর ভারতে আবার সর্বোচ্চ মৃত্যু, উদ্বেগ বাড়ছে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৮৫ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৪৯ শতাংশ। সুস্থ হয়েছেন আরও ৩৮৬ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।
 
এর আগে শনিবার (২৩ অক্টোবর) দেশে করোনায় মারা যান ৯ জন। করোনা শনাক্ত হয় ২৭৮ জনের দেহে।

বিভি/এসডি

মন্তব্য করুন: