• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

করোনাঃ ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু, শনাক্ত ২৩৭

প্রকাশিত: ১৭:৩১, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
করোনাঃ ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু, শনাক্ত ২৩৭

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৭০ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন ২৩৭ জন। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জনে। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের তিনজন পুরুষ, ছয়জন নারী। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ২৫ শতাংশ।

এখন পর্যন্ত মোট এক কোটি আট লাখ এক হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিভি/এএন

মন্তব্য করুন: