• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

একদিনেই করোনা শনাক্ত প্রায় ১১ হাজার, শনাক্তের হার ২৬.৩৭ শতাংশ

প্রকাশিত: ১৬:৫৫, ২০ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
একদিনেই করোনা শনাক্ত প্রায় ১১ হাজার, শনাক্তের হার ২৬.৩৭ শতাংশ

ফাইল ছবি

ওমিক্রন সংক্রমণসহ করোনাভাইরাসে সংক্রমণের হার দিন দিন বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৮৮৮ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৮০ জনে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪১ হাজার ২৯১ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। 

এর আগে, বুধবার (১৯ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিললো। ভাইরাসটি শনাক্ত হয়েছিলো ৯ হাজার ৫০০ জনের দেহে।

বিভি/এসডি

মন্তব্য করুন: