• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

করোনাঃ প্রায় ১৫ হাজার শনাক্ত, মৃত্যু ১৫

প্রকাশিত: ১৭:৪৬, ২৪ জানুয়ারি ২০২২

আপডেট: ১৮:১৫, ২৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
করোনাঃ প্রায় ১৫ হাজার শনাক্ত, মৃত্যু ১৫

দেশে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ১৪ হাজার ৮২৮ জন শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে। 

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৩৮ জনে।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৫ হাজার ৮০৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। 

এর আগে, রবিবার (২৩ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিলো। ভাইরাসটি শনাক্ত হয়েছিলো ১০ হাজার ৯০৬ জনের দেহে।

বিভি/এসডি

মন্তব্য করুন: