• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

করোনায় মৃত্যুহীন দিনেও দেশে বেড়েছে শনাক্ত

প্রকাশিত: ২০:৩৭, ২৯ জুন ২০২২

আপডেট: ২০:৩৮, ২৯ জুন ২০২২

ফন্ট সাইজ
করোনায় মৃত্যুহীন দিনেও দেশে বেড়েছে শনাক্ত

ছবি: সংগৃহীত।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৪৫ জন রয়েছে। তবে এই সময়ে ২ হাজার ২৪১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বুধবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নতুন ২ হাজার ২৪১ জন শনাক্ত হওয়ায় দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনে। গতকাল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর পাশাপাশি ২ হাজার ৮৭ জনের শরীরে শনাক্ত হয়েছিল।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন।

২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯১২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৭১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিভি/এইচকে

মন্তব্য করুন: