• NEWS PORTAL

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

ডেঙ্গুতে মোট মৃত্যু ৫০

প্রকাশিত: ১৯:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ডেঙ্গুতে মোট মৃত্যু ৫০

ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে মৃতের সংখ্যা অর্ধশততে পৌঁছেছে। দেশে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের মৃত্যুতেই এ সংখ্যা দাঁড়িয়েছে। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে এ সময়ের মধ্যে আরও ১২৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৪।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৯২ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৪৩৬ জন।

বিভি/টিটি

মন্তব্য করুন: