• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আইপি টিভি রেজিস্ট্রেশনে তৈরি হচ্ছে নির্দেশিকা: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২২:২৮, ২২ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
আইপি টিভি রেজিস্ট্রেশনে তৈরি হচ্ছে নির্দেশিকা: তথ্যমন্ত্রী

দেশে আইপি টিভি রেজিস্ট্রেশন দিতে একটি নির্দেশিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বুধবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইপি টিভির রেজিস্ট্রেশন প্রদান সংক্রান্ত পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এই কথা জানান।

মন্ত্রী বলেন, আইপি টিভি হলো নিউ মিডিয়ার একটি মাধ্যম। ‘আমরা চাই নিউ মিডিয়া আরও বিকশিত হোক। কিন্তু এসব মাধ্যম যেন কোনোভাবেই ভিন্নভাবে ব্যবহৃত না হয়।’

সভায় মন্ত্রী জানান, দেশে আইপি টিভি রেজিস্ট্রেশনের জন্য ৬০০-এর মতো আবেদন জমা পড়েছে। যেগুলোকে যাচাই-বাছাই সাপেক্ষে রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ করা হবে।
 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন: