• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ইন্টারনেট বন্ধের খবর ‘অসত্য’

প্রকাশিত: ১১:০৬, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ১১:০৭, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
ইন্টারনেট বন্ধের খবর ‘অসত্য’

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সেই পোস্টে বলা হয়, ১৮ অক্টোবর থেকে আইএসপি থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ থাকবে।

শনিবার আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম এক বিবৃতিতে জানান, ১৮ অক্টোবর থেকে ইন্টারনেট বন্ধ থাকবে না।  

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৮ অক্টোবর থেকে আইএসপিএবি’র পক্ষ থেকে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার ঘোষণা সংক্রান্ত একটি পোস্ট ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।  

'আইএসপিএবি গত বছর দাবি আদায় কর্মসূচির অংশ হিসেবে ওই বছরের ১৮ অক্টোবর থেকে দেশে নির্দিষ্ট একটি সময়ে ইন্টারনেট সেবা বন্ধের ঘোষণাটি দিয়েছিলো। পরবর্তীতে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর সহযোগিতায় বিষয়টির সমাধান হয়। যার ফলে আইএসপিএবি’র পক্ষ থেকে উক্ত কর্মসূচি প্রত্যাহার করা হয়৷'

বিবৃতিতে বলা হয়, এমতাবস্থায় সবাইকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এবা ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট পড়ে বিভ্রান্ত হওয়া, সেই সংগে ভিত্তিহীন এসব পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সবিনয়ে অনুরোধ জানানো যাচ্ছে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: