• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সিক্সজির প্রস্তুতি নিচ্ছে ভারত 

প্রকাশিত: ১৮:০৫, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
সিক্সজির প্রস্তুতি নিচ্ছে ভারত 

দক্ষিণ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্র ফাইভজির সুবিধা উপভোগ করছে ২০১৯ থেকে। খুব দ্রুতই বিশ্বের অন্যান্য দেশেও চালুর অপেক্ষায় এই সেবা। এরই মধ্যে ডিএনও ইন্ডিয়ার খবর, ভারত সিক্সজির বিষয়ে খোঁজখবর শুরু করেছে।

জানা গেছে, আগামী বছর থেকে ফাইভজি ট্রায়াল করবে ভারতীয় টেলিকম কোম্পানিগুলো। বাণিজ্যিকভাবে ফাইভজি পরিসেবা ছড়িয়ে দিতে রাষ্ট্র পরিচালিত টেলিকম গবেষণা সংস্থা সিডটটিকে দায়িত্ব দিয়েছে সে দেশের সরকার। 

সিক্সজি’র বিষয়ে ভারতের টেলিকম সেক্রেটারি কে রাজারামান বলেছেন, বিশ্ববাজার ও ভারতে সিক্সজি চালু করতে এর প্রযুক্তিগত সম্ভাবনাগুলো বিবেচনা করা উচিত। ফাইভজি পরিসেবা ২০ গিগাবাইট (জিবি) পর্যন্ত ডাটা স্পিড দিতে সক্ষম। 

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন: