• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে চায় বিসিপিআরটিএ

প্রকাশিত: ২২:০০, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ২২:১০, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে চায় বিসিপিআরটিএ

মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে মানব বন্ধন এবং সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ)। রবিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 

মানব বন্ধনে বিসিপিআরটিএ-এর মহাসচিব হাজুবল আলম জুলিয়েট বলেন, ডিজিটাল বাংলাদেশে কিছু বিপৎগামী মোবাইল ফোন মেরামতকারীরা দুষ্কর্মের সংগে জড়িত, ফলে এ পেশায় জড়িত বাংলাদেশের হাজার হাজার টেকনিশিয়ান হয়রানির স্বীকার হচ্ছে। 

চুরি হওয়া ফোন উদ্ধারে বিসিপিআরটিএ আইন-শৃঙ্খলা বাহিনীকে পূর্বের ন্যায় সব সহযোগিতা এখন অব্যাহত রেখেছে। কারো ফোন হারিয়ে গেলে থানায় জিডি করে কপি বিসিপিআরটিএ-কমিটির নজরে আনলে অল্প সময়ে দেশের টেকনিশিয়ানরা তা খুঁজতে সহায়তা করবে। 

এই পেশায় বর্তমানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক মেয়েরা মোবাইল ফোন মেরামত পেশায় যুক্ত হচ্ছেন বলেও জানান জুলিয়েট। 

মানব বন্ধনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দফাগুলো হলো:
১. বাংলাদেশে মোবইল ফোন মেরামত পেশাকে একটি স্বীকৃত টেকনিশিয়ান পেশা হিসাবে ঘোষণা করা।
২. অপরাধ বন্ধ ও আপরাধীদের নিরুৎসাহিত করতে পেশা উল্লেখ করে নতুন আইন বাস্তবায়ন করা। 
৩. সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি প্রদান।
৪. আরপিএল–এর ব্যবস্থা করা এবং 
৫. ক্ষুদ্র ঋণ সহযোগিতা প্রদান করা। 

মানববন্ধনে সংগঠনের কেন্দ্রিয় সাংগঠনিক সচিব, জনী চন্দ্র দাস, হাফিজুর রহমান মিলন, ওমর ফারুক, মামুন জয় তৌহিদ শাহসহ দেশের সব জেলার থেকে আগত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন। পরে ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) তে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন: