• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মোবাইল ডিভাইসে প্রতি দশে একজন ফিশিং লিংকে হ্যাকিং-এর শিকার 

প্রকাশিত: ২০:৫৭, ২৫ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
মোবাইল ডিভাইসে প্রতি দশে একজন ফিশিং লিংকে হ্যাকিং-এর শিকার 

গবেষণা বলছে, ফিশিং লিংক ব্যবহার করে মোবাইল ডিভাইসে প্রতি দশ জনে এক জন হ্যাকিংয়ের শিকার হয়। হ্যাকারদের দৌরাত্ব এতোটাই বেড়েছে যে, প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে শুরু করে ব্যক্তিগত ই-মেইল, এসএমএস, সামাজিক মাধ্যমসহ অনলাইনে যোগাযোগের প্রায় সব মাধ্যমই এখন ফিশিং লিংক-এ আক্রান্ত। 

‘ফিশিং ট্রেন্ডস এর গবেষকরা বলছেন, বিশ্বের নব্বইটি’রও বেশি দেশের পাঁচ লাখ ডিভাইস নিয়ে গবেষণা করার পর তারা জানতে পেরেছেন যে, যাদের ফোন হ্যাকিং এর শিকার হয়েছে তাদের বড় একটা অংশ তাদের মোবাইল ডিভাইসে পাঠানো ফিশিং লিংক-এ ক্লিক করেছেন। 

এই বিষয়ে ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ওয়ান্ডেরা’র প্রতিবেদন বলছে, প্রতিবছর ১৬০ শতাংশ হারে মোবাইল ডিভাইসে ফিশিং লিংকের মাধ্যমে হ্যাকিং-এর ঘটনা বাড়ছে। 

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন: