• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

হোয়াটসঅ্যাপে আসছে ‘আনডু বাটন’ নামে নতুন ফিচার

প্রকাশিত: ১৫:২৪, ২৬ অক্টোবর ২০২১

আপডেট: ১৫:৪৩, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
হোয়াটসঅ্যাপে আসছে ‘আনডু বাটন’ নামে নতুন ফিচার

নিয়মিত আপডেটের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপে ‘আনডু বাটন’ নামে নতুন একটি ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ।

সাধারণত হোয়াটসঅ্যাপ স্টোরিতে যেসব ছবি প্রকাশ করা হয় তা ইনস্টাগ্রামের মতো ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। অনেক সময় দেখা যায়, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে হোয়াটসঅ্যাপ স্টোরিতে শেয়ার হয়ে যায় তা ডিলিট করার সুযোগ থাকে না। 

আরও পড়ুন:
সামাজিক মাধ্যম ব্যবহারে অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক
মোবাইল ডিভাইসে প্রতি দশে একজন ফিশিং লিংকে হ্যাকিং-এর শিকার 

১৬ বছরের কমবয়সীদের ফেসবুক ব্যবহারে অভিভাবকের অনুমতি নিতে হবে

ইন্ডিয়া টাইসমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আনডু বাটনের সাহায্যে এটিকে সংগে সংগে রিমুভ করে দেওয়া যাবে। পাশাপাশি কোনো স্টোরি আপডেট করে দেওয়ার সুযোগ থাকবে।

জানা গেছে, অ্যান্ড্রয়েড বেটা ভার্জন ২,২১,২২,৬ এবং হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ভার্সন ২,২১,২২,৫-এ এই সুবিধা যুক্ত করা হয়েছে। খুব শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ফিচারটির সুবিধা পাবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। 

বিভি/এসআই/এএন

মন্তব্য করুন: