• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

যেভাবে দেখবেন আপনার ই-মেইল হ্যাক হয়েছে কি না

প্রকাশিত: ০৯:৫২, ২৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
যেভাবে দেখবেন আপনার ই-মেইল হ্যাক হয়েছে কি না

ব্যক্তিগত বা অফিসিয়াল কাজে তথ্য আদান-প্রদান করতে সবচেয়ে বেশি ই-মেইল ব্যবহার করা হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তথ্য প্রযুক্তির এই যুগে কোনো মাধ্যমই শতভাগ নিরাপদ নয়। নিজের অসতর্কতা কিংবা অন্য কেউ অসৎ উদ্দেশ্য সাধনেও অনেক সময়ই সামাজিক মাধ্যম থেকে ই-মেইলে অনাহূত প্রবেশ করে থাকেন। ব্যাক্তি মাত্রই প্রযুক্তিজ্ঞান সম্পন্ন না হলে এসব বিষয় পুরোপুরি জানা সম্ভব নয় যে আপনার মেইল হ্যাক হয়েছিলো কি না। তবে, এই সমস্যার একটি সহজ সমাধান দিয়েছেন বিশেষজ্ঞরা। 

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের কোথাও যখনই কোনো ওয়েবসাইট থেকে লগইন ডেটা ফাঁস হয় তখন একটি ওয়েবসাইটে সেই তথ্য আপডেট হয়ে যায়। তাই, খুব সহজেই আপনি একটি ওয়েবসাইট ব্যবহার করে ই-মেইল হ্যাক বা লগ-ইন তথ্য বেহাত হয়েছে কি না, তা জানতে পারেন। 

পদ্ধতিঃ ১
গুগলের সার্চ বারে (haveibeenpwned.com) লিংকে সার্চ করুন।

পদ্ধতিঃ ২ 
নতুন যে উইনডোটি ওপেন হবে সেখানে আপনার ইমেইল লিখে সার্চ দিন।
 
আপনার ই-মেইল থেকে কোনো তথ্য বা লগ-ইন তথ্য ব্রিচ হলে সাইটটি আপনাকে জানিয়ে দেবে। 

বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি নিশ্চিত হোন, মেইল থেকে তথ্য চুরি হয়েছে, তাহলে অবশ্যই তাড়াতাড়ি আপনার মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করুন। এক্ষেত্রে পাসওয়ার্ড ম্যানেজার ও ব্যবহার করা যায়। 

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন: