• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

হোয়াটস অ্যাপের নতুন ফিচার, বলার সাথেই টাইপ

প্রকাশিত: ১৮:৫১, ২৯ জুন ২০২২

ফন্ট সাইজ
হোয়াটস অ্যাপের নতুন ফিচার, বলার সাথেই টাইপ

ম্যাসেজিং প্লাটাফর্ম হোয়াটসঅ্যাপে নতুন অ্যাপে নতুন ফিচার আনল মেটা। এখন থেকে বলার সাথেই ম্যাসেজ টাইপ করে তা প্রাপকের কাছে পাঠাবে হোয়াটসঅ্যাপ। 

যা করতে হবে:

•    প্রথমে আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটাপ করে পিন করে মোবাইল স্ক্রিনে নিন। 
•    এবার অ্যাপটি খুলে বলুন “HEY GOOGLE”.
•    অ্যাসিস্ট্যান্ট স্বয়ংক্রিয় ভাবে আপনাকে উত্তর দিবে। এবার আপনি বলুন “Sent whatsapp number to ,,( number or name) । সতর্ক থাকতে হবে ভূল নাম্বার বা নাম হলে গুগল কিন্তু ঔ ভূল নাম্বারেই মেসেজ পাঠাবে। 
•    এবার আপনি যা বলবেন গুগল তাই টাইপ করবে। এবং শেষে আপনাকে ফাইনাল প্রুফ এর জন্য গুগল আপনাকে জানাবে। 
•    এ পর্যায়ে দেশে নিন, কোথায় কি ভূল রয়েছে। সব ঠিক থাকলে এবার বলুন “Okay, Send it.”

তাহলে স্বয়ংক্রিয়ভাবে ম্যাসেজটি আপনার দেয়া নাম্বারে পাঠানো হবে। 


 

বিভি/এসআই

মন্তব্য করুন: