• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ফেসবুক লাইভে কেনাবেচা যারা করেন তাদের জন্য দুঃসংবাদ

প্রকাশিত: ১৪:৩৯, ৮ আগস্ট ২০২২

আপডেট: ১৫:০১, ৮ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
ফেসবুক লাইভে কেনাবেচা যারা করেন তাদের জন্য দুঃসংবাদ

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক লাইভের কেনাবেচা

যারা ফেসবুক লাইভে পণ্য কেনা-বেচা করেন তাদের জন্য দুঃসংবাদ দিচ্ছে কর্তৃপক্ষ। চলতি বছরের অক্টোবর থেকে লাইভে আর পণ্য কেনাবেচা করার সুবিধা রাখছে না ফেসবুক। যদিও  ইভেন্টভিত্তিক লাইভ সুবিধা বহাল থাকবে।

ব্লগ পোস্টে ফেসবুক জানায়, আগামী অক্টোবর থেকে কেউ ফেসবুকে লাইভ শপিং ফিচারটি ব্যবহার করতে পারবে না। মূলত ইনস্টাগ্রাম রিলসে মনযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ মেটা।

কয়েকদফা পরীক্ষামূলক সম্প্রচারের পর ২০১৮ সালে লাইভ শপিং ফিচার চালু করে ফেসবুক। ক্রমেই বিশ্বব্যাপী ফিচারটি জনপ্রিয় হয়ে ওঠে। এর মাধ্যমে ক্রেতা-বিক্রেতা লাইভে অর্থাৎ সরাসরি একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারত। ক্রেতা আকৃষ্টের অনেক বড় একটি প্ল্যাটফর্ম ছিল এ ফিচারটি।

মেটা থেকে জানানো হয়েছে, বড় লাইভ এখন আর কেউ দেখতে চায় না। গ্রাহক রিলস অর্থাৎ ছোট ভিডিও’র দিকে ঝুঁকছে। এজন্য মেটা ইনস্টাগ্রামের রিলসের দিকে বিশদভাবে নজর দিতে চাচ্ছে। রিলসের মাধ্যমে পণ্য বিক্রি, প্রচার ও ট্যাগ দেয়া যাবে।
  
লাইভ শপিং ফিচার থেকে বড় অর্থ আয় হলেও অন্য রিলসে মনোযোগ দিতে নিজেদের এই খাত বন্ধ করে দিচ্ছে মেটা।

বিভি/এজেড

মন্তব্য করুন: