• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

গর্ভবতী মা গাজর খেলেই পেটে হেসে উঠছে ভ্রূণ

প্রকাশিত: ১১:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৩:০২, ২৪ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
গর্ভবতী মা গাজর খেলেই পেটে হেসে উঠছে ভ্রূণ

ছবি: টিভি৯ বাংলা

গর্ভবতী মা বাঁধাকপি খেলেই গর্ভে অবস্থিত ভ্রূণ মুখ বাঁকাচ্ছে। কিন্তু, মা গাজর খেলেই হেসে উঠছে। ইংল্যান্ডে প্রায় ১০০ জন গর্ভবতী মহিলা এবং তাদের ভ্রূণের উপর করা এক নতুন গবেষণায় এমনই চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে।

রিয়েল টাইমে বিভিন্ন ধরণের খাদ্যের স্বাদে কীভাবে মানব ভ্রূণ সাড়া দেয়, সেই সম্পর্কে এই গবেষণা আলোকপাত করেছে। গবেষণায় অংশগ্রহণকারী মহিলাদের পঁয়ত্রিশ জনকে একটি মাঝারি আকারের গাজরের সমতুল্য খাবারের গুঁড়োর ক্যাপসুল দেওয়া হয়েছিল এবং আরও ৩৪ জন মহিলাকে দেওয়া হয়েছিল ১০০ গ্রাম বাঁধাকপির সমপরিমাণ খাবারের গুঁড়োর ক্যাপসুল। 

বাকি ৩০ জন মহিলা এই দুটির কোনওটিই খাননি। কুড়ি মিনিট পরে, আল্ট্রাসাউন্ড স্ক্যানে দেখা গিয়েছে, বাঁধাকপির গন্ধের সংস্পর্শে আসা বেশিরভাগ ভ্রূণই মুখ বেঁকিয়েছে। কিন্তু গাজরের গন্ধ পাওয়া বেশিরভাগ ভ্রূণই হেসে উঠেছে।

সুত্র: টিভি৯ বাংলা
 

বিভি/এসআই

মন্তব্য করুন: