নির্বাচনী সংঘর্ষ
তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মোল্লা আহত

নির্বাচনী সংঘর্ষে চোট পেয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ও তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মোল্লা।
এদিকে, বিজেপি কর্মীদের আক্রমণেই রাজ্যমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা আহত হয়েছেন বলে অভিযোগ করেছে তৃণমূল। মন্ত্রীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর এক নিরাপত্তা রক্ষীও। দু'জনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রীর আহতের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, হামলার পিছনে বিজেপি মদদপুষ্ট দুষ্কৃতিকারীরা রয়েছে। যদিও হামলার পিছনে হাত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব।
মঙ্গলবারই রাজ্যে তৃতীয় দফার ভোটপর্ব মিটেছে। ওই দফায় মগরাহাট পশ্চিম আসনেও ভোট হয়ে গিয়েছে। এবারেও মগরাহাট পশ্চিম থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও মগরাহাটের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক অশান্তিতে ইতি পড়েনি। এদিন সকালে উস্তির রাজারহাটে ব্যাপক বোমাবাজি হয়। সন্ধেয় কলকাতা থেকে বাড়ি ফেরার সময় রাজারহাটের কাছে গাড়ি থামিয়ে সকালের বোমাবাজি সম্পর্কে দলীয় কর্মীদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছিলেন গিয়াসউদ্দিন মোল্লা। তাদের অভিযোগ, আচমকাই বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে এসে একদল সমাজবিরোধী মন্ত্রীর উপরে চড়াও হয়। মন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। লাঠি দিয়ে মারাও হয়। আক্রমণের সময়ে গেরুয়া গুণ্ডারা মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও তোলে। মন্ত্রীর গাড়িও ভাঙচুর করে। প্রথমে কিছুটা হতচকিত হয়ে পড়লে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন তৃণমূল কর্মীরাও। দু’পক্ষের মধ্যে লাঠালাঠি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী। আহত মন্ত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভি/এনজি
মন্তব্য করুন