বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৪৭ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪৬০ জনে। আর করোনায় প্রাণ গেছে ২৫ লাখ ৪৮ হাজার ৫৭৩ জনের। অন্যদিকে, করোনা জয় করেছেন ৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬২৩ জন মানুষ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) দেওয়া সর্বশেষ তথ্য এ পরিসংখ্যান জানিয়েছে।
আক্রান্ত এবং মৃত্যু বিবেচনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশি মেক্সিকো তৃতীয় স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে।
এদিকে, করোনা ভাইরাস আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের পাশের দেশ ভারত। দেশটি মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। যুক্তরাজ্য আক্রান্ত ও মৃত্যু- উভয় বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে।
বিভি/এইচডব্লিউ/এনজি
মন্তব্য করুন