মার্কিন ঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলা

ইরাকের যুক্তরাষ্ট্রের একটি এয়ারবেসে মুহুর্মুহু রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল আসাদ ঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মূখপাত্র কর্নেল ওয়েন ম্যারোটো।
এ সামরিক কর্মকর্তার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ মার্চ) স্থানীয় সময় সকাল সোয়া ৭টার পর অন্তত ১০টি রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে।
হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষনিকভাবে জানানো হয়নি।
গত সপ্তাহে সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই ঘটনার পর এই প্রথম ইরাকে মার্কিন ঘাঁটি হামলার শিকার হল।
দুদিন পরেই ইরাক সফরে যাওয়ার কথা পোপ ফ্রান্সিসের। তার আগে এমন হামলার ঘটনায় দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি উত্তর ইরাকে মার্কিন নেতৃত্বাধীন ফোর্সের ওপর রকেট হামলায় একজন বেসামরিক ঠিকাদার নিহত এবং এক মার্কিন সেনা আহত হন।
বিভি/এমএস