লেবানন সীমান্তে ইসরাইলি ড্রোন ভূপাতিত

লেবানন সীমান্তে ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। লেবাননের বিভিন্ন সূত্রের বরাতে পার্স টুডের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২ মার্চ) দেশটির আকাশসীমা লঙ্ঘনের সময় এটি ভূপাতিত হয়।
ড্রোনটি দুর্ঘটনাবশত পড়ে গেছে নাকি ভূপাতিত করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।
ঠিক এক মাস আগে দক্ষিণ লেবাননের আকাশসীমায় প্রবেশের পর ইসরাইলি একটি ড্রোন গুলি করে নামানোর দাবি করেছিল হিজবুল্লাহ।
মাঝেমধ্যেই লেবাননের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠে ইসরাইলি ড্রোন এবং জঙ্গিবিমানের বিরুদ্ধে। এর আগে বেশ কয়েকবার ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
কয়েক মাস আগে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এমনকি দখলদারদের মিত্রদেরকেও লেবাননের উপর আগ্রাসনের সুযোগ দেবে না হিজবুল্লাহ।
বিভি/এমএস
মন্তব্য করুন