মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ডোজ গ্রহীতা একজনের মৃত্যু

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ঘন্টা খানেকের মধ্যেই মৃত্যু হল ৪০ বছর বয়সী এক ব্যক্তির। ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে এই ঘটনা ঘটেছে। মৃতের পরিবারের দাবি, তিনি ভ্যাকসিন নেওয়ার আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন। মৃত ব্যক্তির নাম সুখদেব কিরদত। তিনি এক চক্ষু চিকিৎসকের গাড়ির চালক ছিলেন।
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরে তিনি ওয়েটিং রুমে বসেছিলেন। তখনই মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন সুখদেব। দ্রুত আইজিএম হাসপাতালে নেয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
২৮শে জানুয়ারি প্রথম ভ্যাকসিনের ডোজ পান সুখদেব। তাঁর দেহ ফরেনসিক ময়নাতদন্তের জন্য মুম্বাইয়ের জেজে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। সূত্রের খবর হাইপার টেনশনের রোগী ছিলেন সুখদেব কিরদত।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে প্রায় ১৫ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে বেড়ে গিয়েছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও। দেশের মধ্যে তামিলনাড়ু এবং মহারাষ্ট্রেই করোনার বেড়ে চলা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। এরমধ্যেই সংক্রমণে লাগাম টানতে ওই দুই রাজ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ জারি হয়েছে। তবুও সংক্রমণে বেড়ি পড়ানো যাচ্ছে না।
করোনা চোখ রাঙাচ্ছে মহারাষ্ট্রেও। দেশের মধ্যে শুরু থেকেই করোনার সর্বাধিক সংক্রমিত রাজ্য ছিল মহারাষ্ট্র। স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ লাখ ৬৯ হাজার ৩৩০ জনে দাঁড়িয়েছে। সে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ২৩৮ জনে দাঁড়ালো।
বিভি/এইচএস/এনজি