মিয়ানমারে নির্বিচারে গুলি, ৬ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারজুড়ে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। খবর আল জাজিরার।
তবে দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ গুলিতে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া।
স্থানীয় বর্তা সংস্থার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ মার্চ) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালেতে দুজন নিহত হয়েছেন। এছাড়া মোনেওয়া শহরে আরও চারজন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর সদস্যরা শুরুতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেষ এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কিছুক্ষণের জন্য ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। তবে পুনরায় সংগঠিত হলে গুলি চালায় নিরাপত্তাবাহিনী।
বার্তা সংস্থা এএফপিকে একজন চিকিৎসক জানিয়েছেন, একজন বিক্ষোভকারীর বুকে এবং ১৯ বছর বয়সী অপর একজনের মাথায় গুলি লেগেছে।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া মিয়ানমারের সেনাবাহিনী। এসময় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়।
এরপর থেকেই দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও সম্প্রতি আন্দোলন দমাতে কঠোর অবস্থানে গেছে সেনাবাহিনী। দেশটির একটি মানবাধিকার সংগঠন সোমবার পর্যন্ত ৩০ জন নিহত হয়েছিল বলে জানিয়েছিল।