• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাফায় স্থল অভিযানে অনড় ইসরায়েল

প্রকাশিত: ১১:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
রাফায় স্থল অভিযানে অনড় ইসরায়েল

ফিলিস্তিনের রাফা শহরে স্থল অভিযান চালাতে অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শহরটিতে স্থল অভিযান হলে বন্দিবিনিময়ের আলোচনা থেকে সরে আসার হুঁশিয়ারি হামাসের।

রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইসরাইলি বিমান হামলায় রাফা শহরে ৫০ ফিলিস্তিনি নিহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। রাফায় এমন ভয়াবহ হামলার মধ্যেই স্থল হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি বাহিনী। 

আন্তর্জাতিক সম্প্রদায় মনে করছে, স্থল অভিযান হলে ১০ লাখের বেশি আশ্রয় নেওয়া শহরটিতে ব্যাপক প্রাণহানি হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, রাফায় স্থল অভিযানের আগে আশ্রয়প্রার্থীদের জন্য একটি সঠিক পরিকল্পনা প্রয়োজন। ইসরাইলি প্রধানমন্ত্রী অবশ্য বেসামরিক লোকদের সরিয়ে নিতে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন। 

এদিকে, যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইসরাইয়েলের সাথে আলোচনা অব্যাহত রেখেছে হামাস। তবে রাফায় স্থল অভিযান হলে বন্দিবিনিময়ের আলোচনা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছে তারা। গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২৮ হাজার ১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

বিভি/রিসি

মন্তব্য করুন: