রাফায় স্থল অভিযান চালাতে অনড় নেতানিয়াহু
ছবি: আল জাজিরা
ফিলিস্তিনের রাফাহ শহরে স্থল অভিযান চালাতে অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শহরটিতে স্থল অভিযান হলে বন্দি বিনিময়ের আলোচনা থেকে সরে আসার হুমকি দিয়েছে হামাস। রবিবার (১১ জানুয়ারি) রাতে ইসরায়েলি বিমান হামলায় রাফাহ শহরে একশ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়।
রাফায় এমন ভয়াবহ হামলার মধ্যেই স্থল হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায় মনে করছে, স্থল অভিযান হলে ১০ লাখের বেশি মানুষের আশ্রয় নেওয়া শহরটিতে ব্যাপক প্রাণহানি হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, রাফায় স্থল অভিযানের আগে আশ্রয়প্রার্থীদের জন্য একটি সঠিক পরিকল্পনা প্রয়োজন। ইসরায়েলি প্রধানমন্ত্রী অবশ্য বেসামরিক লোকদের সরিয়ে নিতে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন।
এদিকে, যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইসরালের সাথে আলোচনা অব্যাহত রেখেছে হামাস। তবে রাফায় স্থল অভিযান হলে বন্দি বিনিময়ের আলোচনা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছে তারা। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৮ হাজার ১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র:আল জাজিরা
বিভি/এমআর
মন্তব্য করুন: