• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের দুটি ব্র্যান্ডের মশলা নেপালে নিষিদ্ধ 

প্রকাশিত: ১০:৩৯, ১৮ মে ২০২৪

ফন্ট সাইজ
ভারতের দুটি ব্র্যান্ডের মশলা নেপালে নিষিদ্ধ 

ক্ষতিকর রাসায়নিক উপাদানের উপস্থিতি শনাক্ত হওয়ায় ভারতের দুই ব্র্যান্ডের মশলা নিষিদ্ধ করল নেপাল। এমডিএইচ ও এভারেস্টের মশলা কোম্পানি দুটোর আমদানির ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। শুক্রবার (১৭ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নেপালের খাদ্যপ্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ এই নিষেধাজ্ঞা দিয়েছে। ভারতের এই দুই ব্র্যান্ডের মশলায় ইথিলিন অক্সাইডের মাত্রা যাচাইয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে নেপালি কর্তৃপক্ষ।

নেপালের খাদ্যপ্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের মুখপাত্র মোহন কৃষ্ণ মহারজান এএনআইকে বলেন, ‘নেপালে এভারেস্ট এবং এমডিএইচ ব্র্যান্ডের মশলা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। মশলায় ক্ষতিকারক রাসায়নিকের সন্ধান পাওয়ার খবর আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়।’

বিভি/টিটি

মন্তব্য করুন: