রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: শান্তি আলোচনায় প্রস্তুত মস্কো
ছবি: ভ্লাদিমির পুতিন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা করতে প্রস্তুত মস্কো। তবে আলোচনায় দু'পক্ষের স্বার্থকে সমানভাবে প্রাধান্য দিতে হবে। এমনকি মেনে নেয়া হবে না কোনো ধরনের শর্ত। চীন সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (১৭ মে) এসব কথা বলেন।
সফরে ইউক্রেন ইস্যুতে খোলামেলা আলোচনা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। রাজনৈতিকভাবে যুদ্ধের সমাধান খোঁজার বিষয়ে একমত প্রকাশ করেন দুই নেতা।
পুতিন বলেন, রাশিয়া সবসময় ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত। ইউক্রেন কিংবা তার মিত্রদের মতো কখনোই আপত্তি জানায়নি। পশ্চিমারা মস্কোর চাওয়াকে উপেক্ষা করে কিয়েভের স্বার্থসংশ্লিষ্ট প্রস্তাব তুলে ধরতে চায়। সেটি বিশ্বের চাওয়া নাম দিয়ে রাশিয়ার ওপর চাপিয়েও দিতে চায়। যা রাশিয়া কোনোভাবেই মেনে নেবে না।
আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পশ্চিমাদের মানা হবে না বলেও স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট। সূত্র: এসএবিসি
বিভি/এমআর
মন্তব্য করুন: