• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

নাইজেরিয়ায় ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৪০

প্রকাশিত: ১৮:১২, ২২ মে ২০২৪

ফন্ট সাইজ
নাইজেরিয়ায় ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৪০

ছবি: এলবিসিআই

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে বন্দুকধারীদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের প্রায় সবাই খনিতে কাজ করতেন। মঙ্গলবার (২১ মে) স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্দুকধারীরা মোটরবাইকে করে এসে আকস্মিক হামলা চালিয়ে গ্রামের লোকজনের ওপর গুলি চালায় এবং বাড়ি-ঘরে আগুন দেয়।

প্লাতু রাজ্যের ওয়াসে জেলায় সোমবার রাতের দিকে ওই হামলা হয়। দীর্ঘদিন ধরেই সম্পদ নিয়ে বিরোধ এবং আন্তঃসাম্প্রদায়িক দ্বন্দ্বের কারণে ওই অঞ্চলে অস্থিরতা চলছে। 

রাজ্যের তথ্য কমিশনার মুসা ইব্রাহিম আশোমস বলেন, সশস্ত্র ব্যক্তিরা জুরাক সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে। ৪০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। জুরাক একটি জনপ্রিয় খনি সম্প্রদায়। সূত্র: রয়টার্স, এএফপি

বিভি/এমআর

মন্তব্য করুন: