• NEWS PORTAL

  • রবিবার, ২৩ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘটনা থেকে বাঁচলেন এক ভবনের ৪০ বাসিন্দা 

প্রকাশিত: ১৬:৩৬, ১১ জুন ২০২৪

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘটনা থেকে বাঁচলেন এক ভবনের ৪০ বাসিন্দা 

ছবি: দ্য আটালান্টা জার্নাল

যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে বড় ধরণের প্রাণহানির ঘটনা থেকে বেঁচে গেলেন আগুনে পুড়ে যাওয়া চারতলা একটি ভবনের অধিবাসীরা। নিভেছে ভয়াবহ এই আগুন। উদ্ধার করা হয়েছে ভবনটির অন্তত ৪০ জন বাসিন্দাকে।

গত ২৫ বছরের মধ্যে এতো ভয়াবহ আগুন দেখেনি মায়ামিবাসী। স্থানীয় সময় সোমবার (১০ জুন) সকাল আটটা ১৫ মিনিটে আগুনের খবর পেয়ে অভিযানে নামে ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২৫ জনের বেশি দমকল কর্মীর টানা আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটি বাসিন্দাদের অনেককে বারান্দা থেকে উদ্ধার করা হয়। এই উদ্ধার তৎপরতা চলাকালে বিকট শব্দে বিস্ফোরণ হলেও সবাইকে নিরাপদে বের করে আনেন দমকল কর্মীরা। কাঠের কাঠামোর ওপর ভবনটি নির্মাণ করায় আগুন খুব দ্রুত ছড়িয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস।

মায়ামির মেয়র সুয়ারেজ জানিয়েছেন, অগ্নিসংযোগে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আগুন লাগার আগে ভবনটির নিচে একজনকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গলায় গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা গুরুতর। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2