ব্যবসায়িক নথিতে তথ্য গোপন: ট্রাম্পের সাজা ঘোষণা ১১ জুলাই

ছবি: ট্রাম্প (ফাইল ফটো)
ব্যবসায়িক নথিতে তথ্য গোপনের মামলায় সাজা ঘোষণার আগে দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন আদালত। সাজা ঘোষণা করা হবে আগামী ১১ জুলাই।
সোমবার (১০ জুন) মামলার সাজা ঘোষণার প্রক্রিয়া মেনে নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়া হয়। এতে মূলত আসামির অতীত অপরাধ, মানসিক ও শারীরিক অবস্থা এবং পরিবার ও চাকরির তথ্য জানতে চাওয়া হয়। এর আলোকে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট বিচারকের কাছে পাঠানো হয়। সশরীরে উপস্থিতির রেওয়াজ থাকলেও ট্রাম্প তার মার-এ-লাগো রিসোর্ট থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার দেন। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ট্রাম্পের নাম ঘোষণার মাত্র কিছুদিন আগে সাজা ঘোষণা করা হবে।
৪ বছরের কারাদণ্ডের বিধান থাকলেও বয়স বিবেচনায় শুধু জরিমানায় রেহাই পেতে পারেন ট্রাম্প। কারাদণ্ড হলেও যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কের তথ্য গোপন করতে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন। যা তার ব্যবসায়িক নথিতে গোপন করা হয়। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান
বিভি/এমআর
মন্তব্য করুন: