• NEWS PORTAL

  • রবিবার, ২৩ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টোল চাওয়ায় বুলডোজার দিয়ে টোল প্লাজা গুঁড়িয়ে দিলেন

প্রকাশিত: ১৯:৫১, ১১ জুন ২০২৪

ফন্ট সাইজ
টোল চাওয়ায় বুলডোজার দিয়ে টোল প্লাজা গুঁড়িয়ে দিলেন

বুলডোজার নিয়ে যাওয়ার সময় টোল চাওয়ায় টোল প্লাজা গুঁড়িয়ে দিয়েছেন এক বুলডোজার চালক। ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে।

বুলডোজার চালক যখন তাণ্ডব চালাচ্ছিলেন তখন ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন টোল প্লাজার এক কর্মী। এতে দেখা যাচ্ছে, প্লাজাটির বের হওয়ার জায়গায় থাকা লোহার স্তম্ভে প্রথমে আঘাত করেছেন বুলডোজারের চালক। এই প্লাজাটি দিল্লি-লখনৌ জাতীয় মহাসড়কে অবস্থিত। মঙ্গলবার সকালে সেখানে এই ঘটনা ঘটে।

ভিডিওতে শোনা যাচ্ছে টোল প্লাজার কর্মী বলছেন, “আরে টোল দাও।” ঠিক তখনই নিজের বুলডোজার দিয়ে তাণ্ডব চালানো শুরু করেন তিনি। ভিডিওতে কর্মীদের আরও বলতে শোনা যাচ্ছে, “সে দুটি বুথই ধ্বংস করে দিয়েছে।”

পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং ওই ড্রাইভারকে খুঁজছে।

গত সপ্তাহে ভারতের চিজার্সির একটি টোল প্লাজায় ঘটে ভয়াবহ ঘটনা। সেখানে টোল দেওয়া থেকে বাঁচতে এক গাড়ির চালক প্লাজার কর্মীর ওপর গাড়ি তুলে দেন।

সূত্র: এনডিটিভি

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2